আমি বা আমরা কেউ আজ কাঁদি না
বুকের ভেতরে লালিত স্ব্প্নটাকে
শুধু বাঁচিয়ে নয়;
মহীরুহ রূপে ছড়িয়ে দিতে চাই।
আত্ম বিশ্বাসে বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা
দেবো আজ- আমি বাঙালি
চির চেনা সেই বীরের জাতি,
হে বিশ্ব্ববাসী আছে কি মনে? পিতা
মোর দিয়েছিল হুংকার-
অন্যায়, জুলুমের দিন খতম,
বীর বাঙালির বীরত্বে এবার
জুলুমবাজ করবে শুধু মাতম।
ঐ যে, ক্যালেন্ডারের পাতায়
লালের মাঝে কালো হয়ে
১৪ই ডিসেম্বর, ঘুরে ঘুরে এসে
তোমাকে আমাকে বার বার
শুধু নয়নের জলে ভাসায়।