মাগো কেন এত ভাল লাগছে?
আকাশে বাতাসে কেন ছড়িয়েছে
বল এত আবীর?
প্রাণে কেন বেঁজে চলেছে
অনাবিল আনন্দের বীণ?
তবে কি মা আজ
বিজয়োল্লাসের সেই দিন?
মাগো কেন এত ভাল লাগছে?
মন কেন হতে চাইছে চঞ্চলা কশোরী?
বাতাসে কিসের এত ফিসফাস?
তবে কি মা আজ নিতে পারবো
মুক্ত বাংলার বাতাসে শ্বাস?
হৃদয় আমার উদ্বেলিত মাগো
আজ তাঁদের স্মরণে
বাংলার বিজয় ছিনিয়ে আনতে
যারা দিয়েছিল ঠাই মরণকে
তাঁদেরই আপন প্রাণে।
মাগো বড় সাধ জাগে
দেখতে একটু ছুঁয়ে;
কেমন ছিল সেই মা আর
আমার ভাই বোনেরা?
শত বীরের বীরত্ব সেদিন
ওদের বীরত্ব গাঁথার কাছে
গিয়েছিল মিইয়ে।।
মাগো দেবো না কোনদিন
ওদের মাথা হতে নত,
জান বাজি দেশপ্রেমে হবো
ঠিক ওদেরই মতো।
মাগো আমার লক্ষী মাগো
দিচ্ছি তোমায় কথা
প্রাণ থাকতে দেবো না আর
তোমার বুকে ব্যাথা।