পৌষের আগমনে চারপাশে
চলছে যখন পার্বনের মেলা
অর্ধ নগ্ন এই আমি-
শৈত্যের কোমল স্নেহে
খেলে চলেছি জীবন রক্ষার খেলা।
কুয়াশা ঢাকা রাতের আঁধারে
অগ্নি শিখার ধাবমান স্ফুলিংগ
ফানুসের মতো উড়ে যায়
ঐ খোলা আকাশে,
দেখে মনে হয় এ যেন
এক মুক্ত বিহঙ্গ।
শীতের মরণ থাবায় বুড়ো শিশু
ছেলে হারায় বাপ,
জীবন বাঁচাতে দাওগো আমায়
একটুখানি তাপ।