ক্ষমা চাই, ক্ষমা কর প্রভু
বুকের মাঝে দাউ দাউ
শিখা অনির্বান,
জানি না তা শেষ হবে
কি না কভু।
সৃষ্টির আদিতে দিয়েছিলে
সাথী করে দুশমন,
চক্করে পড়ে লাটিমের
মতো, মরছি ঘুরে
বন্ বন্ বন্।
আহারে বিহারে তাই
তোমাকে স্মরি
হে প্রভু, ঘন আঁধারে
আলো যেন খুঁজে পাই।