আনন্দে ভরা ছিল আমার সে শৈশব
যদিও ছিল না এত বিত্ত আর বৈভব,
আকাশ রং এর ফ্রকে সাদা বেল্ট বাঁধা
পায়ে হেটে পাড়ি দিতাম মাইল প্রায় আধা।
সাদা মোজার সাথে কালো জুতো এটে
কিন্ডার গার্টেনে যেতাম আমি ছুটে।
মা দিত সাদা ফিতেয় বেঁধে দুটো ঝুটি
হরিণের বেগে ধাবমান যখন হতো ছুটি।
হাতে ছিল লেদারের ছোট্ট স্যুটকেস
টিপটপ চলাফেরায় দেখা যেতো বেশ।
ঝুলিয়ে দিতাম গলায় ওয়াটার পট টা
গেটে হাজির সময় যখন ঠিক সাড়ে সাতটা।
ক্লাসে যখন আসতেন প্রিয় কোন ম্যাম
মনে হতো জড়িয়ে ধরি, বলি ওয়েলকাম।
দেশ বিদেশের গল্পে ভরা রেডিয়েন্ট ওয়ে-টা
এলিস ইন ওয়ান্ডার ল্যান্ডে
হারাতো আমারই এ মন-টা।
কান মলা মাফ ছিল মিডিয়ামে পড়াতে
হয়নিকো কোনদিন কান ধরে দাঁড়াতে।
ম্যাম, মে আই গো টু টয়লেট?
নটি গার্ল, হোয়াই আর ইউ লেট?
লায়লা ম্যাডামের বাঁকা চোখা চাহনি
ছোট্ট বুকে ধরিয়ে দিত থর থর কাপুনি।