হতে যদি পারতাম
"সাত ভাই চম্পা"
ঘরের পেছনে ছাইয়ের গাদায়
নীরবে ফোটাতাম
আনন্দে ভরা শত রং এর ফুল।
ঝুড়ি ভরে বিলোতে তা
হতো না এক ফোটা ভুল।
রাজার কুমার আসতো যবে
উড়িয়ে ক্ষুরের ধুলো,
রাণীর বেশে যেতাম ফেলে
ব্যাথা ভরা ডালা কুলো।
ছাইয়ের গাদায় ছাই ছাড়া
আজ আর কিছুই নাই,
মিথ্যার পাহাড়ে ঢাকা
সত্যকে বল কোথা
খুঁজে আমি পাই।