মরার জায়গা পেলো না?
শরীরটা জ্বলে ওঠে
মা বাপ কি আন্ধা?
পোলাপানগুলারে যদি
শাসনে যাইতো বান্ধা!
ক্যামন নাচন নাচে দ্যাখো
রাজাকারি জানটা আমার
আল্লাহ তুমিই বাঁচিয়ে রাখো।


কে রে তুই? কে রে ব্যাটা
বিড়িবিড়িয়ে চিবুচ্ছিস
চিংড়ি মাছের কাঁটা!


আরে আরে চেনা চেনা লাগে
দেখেছি কোথায় বল তো
এই তো অল্প ক দিন আগে।


ওরে ব্যাটা বদের ধাঁড়ি
বেকায়দায় পড়ে তুই
পেতেছিস আড়ি?


এসেছে ফিরে আবার ডিসেম্বর
জাতির কাছে চেয়ে নে
করজোড়ে ক্ষমা নামক বর।
মা বোনের কাপড় টেনে
ভাইদের বুকে আঘাত হেনে
করেছিলি উল্লাস,
লাথি ঝ্যাটা খেয়েও দেখি
মেটেনি তোর আশ।


মা আমার মাটি আমার,
ওরে হারামজাদা
এই নিয়ে ছুড়েছিলি
শত ষড়যন্ত্রের কাদা।
খতম করে তোকে
গাইবো মায়ের গুন
প্রয়োজনে ঢেলে দেবো
আমার বুকের খুন।