থেমে গেছে হৈ চৈ চারদিক সুনসান
প্রসুতির দু চোখে ঘুমের আচ্ছাদন
ট্যাঁ ট্যাঁ শব্দে জানিয়ে দিচ্ছে কেবল
দাও দাও মুখে দাও মায়ের স্তন।


মিষ্টির দোকানে বেশ হাঁক ডাক
হিসেবের খাতা টা বন্ধই থাক..
পিটপিটে চোখে চায়
পেট মোটা ময়রা
ব্যাপারটা কি রে ভাই?
মিয়া ভাই হিসেবে আজ
হঠাৎ কেন হলো বয়রা?


ছেলে হয়েছে গো বাপু ছেলে
অন্ধকারে এত দিনে
একটু আলো জ্বেলে ।
সোনার কাঁকন, বংশ-প্রদীপ
আহা কত আদর!
ক দিন বাদেই বুঝবে তুমি
ক্যামন সোনার বাঁদর!