হ্যা শুধু তোমায় বলছি-
কেন বল তো?
তুমি যে কবি তাই আমার প্রাণে
বাজিয়ে গেলে শত ধারার সুর
সে সুর নিয়ে আমি হেটে যাই
দূর বহু দূর......
"ফিরিয়ে দাও অরণ্য, লও হে নগরী"
রবি বাবুর মতো নই আমি নির্দয়
তিলে তিলে গড়া তোমাদের সভ্যতার
নামে অসভ্যতার সচল এক চাকা
চাইবো না আমি এক ফুৎকারে
হয়ে যাক চিরতরে ক্ষয়।
দুটো পয়সা রোজগারের লাগি
ঘর বাড়ি ছেড়ে
দূর দেশে যেয়ে তুমি বসেছো গেড়ে।
পকেট ভরে কামিয়েছো
অনেক অনেক টাকা,
জেনেছো কি হৃদয় তোমার
রয়ে গেছে ফাঁকা?
থাকো তুমি দূর দেশে আপন জনকে ফেলে
পাঁচ তারা হোটেলে উদর পুর্তি করে
কি এমন সুখ পেলে?
বলেছিলে দিতে ডুব আমার আপন মনে
সৃজনশীলতা ঘুমিয়ে সেথা অতি সংগোপনে
তারই ডাক শুনতে আমি পেতেছি আজ কান
অনুভবে দিয়ে যায় থেকে থেকে টান।
সৃজনশীলতা খুঁজেছো তুমি
বসে অলীক কল্পনায়
হাতছানিতে আমলকীর দল
ডাকছে দ্যাখো তোমায়।
পাহাড় ঘেরা সবুজে ভরা ঐ যে ঐ অরণ্য
মমতায় ভরিয়ে দেয় হৃদয় আমার
ধুয়ে মুছে নিয়ে যায় যা কিছু আছে
লালিত অভ্যাসে হিংস্র কিংবা বন্য।
চাই না গো যেতে আর তোমাদের ঐ রাজ্যে
বাকীটা জীবন কাটিয়ে দেবো
শত শিশুদের হাসি কোলাহল আর
প্রকৃতির এই নির্মল সাম্রাজ্যে।


লামা