তেলে আর আজকাল হবে না জেনো
ঘি নিয়ে বল তুমি ছুটবে না কেন?
কর্তার কদম যদি হয় তেলতেলে
তবে জুটলেও জুটতে পারে কিছু
অভাগার এই কপালে।


স্মার্ট ফোন না-কি খুব বেশী দরকার
সারা বাড়ী ফুটছে গলা ফাটা চিৎকার।
মাইনেতে ওঠে না সারা মাস তার
চাহিদার যোগানে শত ফিকির চলছে বেশুমার।


মেয়েটাও আজকাল করছে বাড়াবড়ি
প্রাইভেটে না পড়ালে মারছে শুধু ঝাড়ি
বান্ধবীর পরনে লেটেস্ট দামী শাড়ী
ভার মুখে বউ আমার নিয়েছে আজ আড়ি।


রোজ রোজ ডাল ভাত কে বল খায়?
ফার্স্ট ফুড কিংবা চাইনীজে
টেস্ট বদলের জন্য একটু যেতে চায়।


সততার কথা আর শুনতে কেউ চায় না,
যুগের ক্ষুধা হবে মেটাতে একটাই বায়না।
ঘুষ! বড় বিদ্ঘুটে, সময়ের ডিম্যান্ড
নয়-ছয় একটু, হবে না তো রিম্যান্ড!