নাওয়া খাওয়া সংসার সাধন
মেনে নিতে চায় না আর
বৈরাগী এই মন।
মুক্তি মিলবে হয়তো
বৈরাগ্য সাধনে,
ছন্নছাড়া ঘোরে তাই
গৃহ ছেড়ে বনে।
স্রষ্টাকে ছোঁবে বলে
ক্ষেপে ওঠে ক্ষ্যাপা,
কূল কিনারা হারিয়ে বলে
এ আবার কোন হ্যাপা?
ধ্যানে বসে করো সাধন
নিত্য দিনের কাজ,
সংসার মাঝেই পাবে তুমি
মুক্তির নতুন সাজ।


লামা