রাতের আঁধারে নিয়ন বাতির নীচে
লাল ঠোঁটে চটকদার শাড়ীতে
তীর্থের কাকের মতো অপেক্ষায়,
কেউ কেউ আড়ে ঠাড়ে একটু
যেন চোখ পাকিয়ে যায়।
ভদ্রলোকের নীরব আনাগোনা
সুযোগ বুঝে দেয় ডুব,
পাবে না খুঁজে সে গোপন আস্তানা।
ঝলমলে শহরের শত কোলাহল
মানবতার কবরে পড়ছে শুধু
নীরবে অশ্রু ভরা জল।