ভেবেছিলে জীবনের কাছে
মেনে নিয়েছি পরাজয়।
অট্টহাসিতে ফেটেছিলে
বুঝিবা সব ধুয়ে মুছে,
হয়ে গেছে চিরতরে ক্ষয়।
পরাজয়, হার কিংবা নতজানু
শব্দগুলো যেন বালুকণাসম
অণু অথবা পরমাণু।
অভিধানে রেখেছি একটিমাত্র
শব্দ, জয় জয় আর জয়,
স্তব্ধ জগত তাকিয়ে, নেত্রে
তার রাজ্যের বিস্ময়!