মাঘের শীতে কেঁপেছিল বাঘ
এ কথা সবাই জানে,
জানে কি কেউ ভালবেসে আমি
মরেছিলাম ধনে প্রাণে?
ভোরের কুয়াশায় মটরের লতা
ভিজে টিজে একাকার,
তোমার শূন্যতা রেখেছে করে
ফুল টাইম এক বেকার।
আকারে বিকারে মনের দেয়ালে
এঁকেছি নতুন ছবি,
রং এর ঘটি উল্টে দিয়ে হারালে
কোথায় কবি?