কানে কানে বলেছিলে
আছো তো ভাল?
জাদু ভরা কন্ঠে তোমার,
ঝড়ের পাখি চমকে ওঠে
লাগে সব এলোমেলো।
ঋষিবেশে তুমি ছিলে বসে
অশ্বথ গাছের তলে,
নির্ভরতায় পাখি বসে যায়
তোমার গাছের ডালে।
দেখেছিলে শুধু ঝড়ের পাখির
ভাংগা দুটো ডানা,
দ্যাখোনি কেবল পাখির চোখে
কিসের আনা গোনা!
পাখি কেঁদে যায়, কেঁদে যায় পাখি
ঋষির লাগি ভাসে তার আঁখি।
কাটে না ঋষির ধ্যান,
ঋষি বিহনে থাকে না
বুঝি ঝড়ের পাখির প্রাণ।