মন তুমি চাইছো কি ছড়াতে বিদ্রোহের উত্তাপ?
না কি গড্ডালিকায় গা ভাসাবে থেকে চুপচাপ।
এলোমেলো জীবনে অগোছালো হাটা,
অন্তর ডেকে বলেনি, কি সে চায়-
ফুল না কি কাঁটা?
ডেকেছিল কি না ঠিক জানিনে
অন্তরের ডাক!!
মানি নে মানি নে.........
গোয়ার্তুমীর গেরো দিয়ে বেঁধেছিলাম
আমার-ই দু চোখ,
লক্ষ আলোর ঝলকানিতেও
আঁধারের ছায়া নেমে এসেছে
নিয়তি যেন অমোঘ।
বুকের ভেতরে বিদ্রোহী মন
করে ওঠে চিৎকার-
চুরমার করে দাও, দাও উড়িয়ে
ভুলের পাহাড়, দিয়ে এক ফুৎকার।