ছোট্ট টুনি পাল্লা দিতে
রাজার মোহর করলো চুরি,
কবি নামের খেতাব পেতেই
একটু আমি কলম ধরি।
কেউ বোঝে আর কেউ বোঝে না
ওতে কিচ্ছু যায় আসে না।
ভাব ধরেছি ভাবের কবি!
চাঁদ তারা আর গল্প ছবি,
আপন মনে আঁকতে থাকি,
পাঠক পড়ে ভেংচি কাটে
কবি বলে এ-কে না কি?
লাজ শরমের নাইকো বালাই!
তবু আমি থামতে না চাই।
জানে ওরা কচুর মাথা
প্রাণে আমার শত ব্যথা,
কবির ভানে আমি রে ভাই
কবির পাশে থাকতে যে চাই।
তোমরা সবাই অনেক গুণী
মুর্খ হলেও আমি মানি।
আমার কবি হারিয়ে যাবে?
কূল কিনার পাই না ভেবে,
কবি আমার অনেক আপন
রাখছি না আর কিছুই গোপন
কবির কাছে থাকার আশায়
কলম ধরার ছুতো করে
ঘুরে বেড়াই এই আসরে ।