কোথায় যেন যাচ্ছে শোনা শত শোরগোল,
যায় না দেখা কিছুই, দূ......র হতে
ভেসে আসছে কান্নার শব্দ কেবল।
মনে হচ্ছে ওটা কোন কচি কণ্ঠের স্বর
একটু এগোই, দেখি না কি হয় তারপর?
মাঠের ওপারে ডাস্টবিন-
একটা কাগজের মোড়ক
তার ভেতরেই কাঁদছে ছোট্ট নবজাতক!
কাগজের মোড়ক গেছে ছিড়ে তার-ই পেশাবের জলে
অজানা এক ঘাতক তাকে গেছে এখানে ফেলে !!
জারজ বলে সবাই শুধু করছে কানাকানি
কিছু মানুষের চোখে তখন ঝরছে নোনা পানি।
জটলা পাকিয়ে দেখছে সবাই,
করছে না কোন কাজ,
দেবো না হারাতে ছোট্ট শিশুকে
যা করতে হয়, তা করবো আমি আজ।
জারজ বলে করছো যারে তোমরা সবাই ঘেন্না
কি অপরাধ জানতে বুঝি ক্ষীণ স্বরের কান্না।
মুখোশধারী সবাই বল জারজ মানে কি?
মাস্তি ভোগে শিশুর বলী!
সভ্যতার কপালে লাথি...... ছিঃ ছিঃ ছিঃ।
জারজ বলে তোমরা সবাই দিলে যারে ফেলে
আমরা তারে যতন করে নেবো কোলে তুলে।
দেখবে যেথায় জারজ শিশু জানিয়ে দিও আমায়
ছোট্ট জীবন ভরিয়ে দেবো অনেক ভালবাসায়।
পরিশেষে-
ড্রেন বা ডাস্টবিন হবে না আর কোন শিশুর ঠিকানা
শিশু সদনের রঙ্গিন আঙ্গিনায় হবে ওদের আনাগোনা।
শত নয়, জেগে আছে লক্ষ কোটি মায়ের মন  
জারজ বলে অবহেলা? ওরাই আমাদের বুকের ধন।


'সহমর্মিতার সংবেদন'