লোভের পাপে পিষ্ট আমি
ঈর্ষার অনলে পুড়ে ছাই,
মুক্তির দরজা খুঁজে মরি
মুক্তি কোথায় পাই?
জৌলুস আর খ্যাতির দৌঁড়ে
জীবন করেছি পার।
হিসেবের খাতায় অংক মেলাবো
ফুরসৎ কোথায় আর?
রিপুর তাড়নায় কপাট লাগিয়ে
মন-ঘর করেছি বন্ধ,
শত আলোতেও দেখিনা আর
নয়ন হয়েছে অন্ধ।
ধূপের ধোয়ায় আবেশিত মন
বলছে ডেকে আমায়,
ধূনোর মতো গন্ধ বিলিয়ে
জগৎ ভরে দাও মায়ায়।