অর্থের সাথে নীতির আছে কি কোন যোগ?
তিনশত ষাট কোটির ভাগ্য জোটায় কেন
আটের কপালে ভোগ?
কৌশল কায়দায় রেখেছে করে ভোগ্য পণ্যের দাস
আমি অধম দিয়েছি তারে মেটাতে মনের আশ।
যোগ বিয়োগের খাতায় বল এ কেমন ভেলকিবাজি
হাটুজলে মরবে ডুবে, আছো তো তুমি রাজী?
আয়েশের ঢেকুর তোলে চেটে পুটে সব খেয়ে,
বাকীরা সব ধন্য হয়েছে "তিন নম্বর" খেতাব পেয়ে।