করজোড়ে তোমাদের কাছে চাইছি আমি ক্ষমা
বেকায়দায় পড়ে গেছি মাপ ছাড়া পরে জামা।
তোমরা ভেবেছিলে বুঝি বা কোন বাঘ,
বিড়ালের পায়ে ধরেও হচ্ছে না নিস্তার
ছাগল হয়ে গেছে বেজায় রাগ।
ইদুরের লেজের লাথি খেয়ে পড়েছি আমি উল্টে
আরশোলা খোঁচা দেয় দাঁত মুখ ভেংচে,
চোরা বলে নীতি কথা, যুগ গেছে পাল্টে।
সব কিছু দেখে শুনে কানে দিলাম চশমা,
তুলো গুঁজে চোখ বুজি, আমি বড় বেমানান
সোজা পথে ঘুরে মরি, ভেঙ্গে হই খান খান।