তেপান্তরের মাঠে সাঁঝ বেলাতে
দেখেছিলাম তোমার ছায়া,
একটিবারও হয়নি মনে
মিথ্যে কোন মায়া।
দূর হতে শুধু দেখেছিলাম
অজানা এক ইশারা,
হৃদয়পুরের ঝড়ে আমি
হলাম দিশেহারা।
বোঝনি তুমি ছিল না আমার
চাওয়া পাওয়া খুব বেশী,
চাইনি হারাতে তোমায় নিয়ে
গয়া কিংবা কাশী।
তৃষ্ণার্ত পথিক হয়ে
জলের খোঁজে ছুটি,
ভরা দীঘিতে ডুবিয়েছি তাই
আমার শূন্য ঘটি।
ভরা দিঘি জল টই টুম্বুর
আনচান করে মন,
পথ চেয়ে বল ভিখারী তোমার
থাকবে কতক্ষণ?
তোমার চরণে অর্ঘ দিতে
প্রহর গুনে যাই,
ভরা দিঘিতে হবে না বল
আমার একটু ঠাই?