এক কবি লিখেছিলেন আজব এক কবিতা
মনে তাঁর সাধ ম্যালা মুখে না কি লাগে লাজ,
আজব এ পৃথিবী ব্যাকরণ মানে না,
অনিয়মেই চলতে ভারী মজা লাগে আজ।
লাজ শরম মানে কি? বড় আজব শব্দ,
এ পৃথিবী শুনে তাই হয় শুধু স্তব্ধ।
"লাজের সাথে লেজ লাগিয়ে মানুষ হলো কুকুর
ব্যাকরণের কথায় শুধু পড়বে মাথায় মুগুর"
এমন কথা শুনে কবির ভারী হলো মান,
ঘ্যাচাং করে কথাগুলোর দিলেন কেটে কান।
কবি তুমি ভাবছো কেন, কাটলে আমার কান
থামবে বুঝি মানুষরূপী কুকুরগুলোর গান।
বুকের ভেতর ম্যালা ব্যাথা করে আনাগোনা
কবি আমার অবুঝ পাখি, লক্ষী ট্যারা সোনা!
বালির ঢিবি দেখে তুমি উপুড় হয়ে থাকো,
কালো বোর্ডে কালি দিয়ে আপন মনে আঁকো!