জীবন নদীর পাড় ধরে চলতে
শুরু করেছি কবে,
হিসেবের খাতায় বড় গড়মিল
যাচ্ছি কেবল ভেবে।
ভেবেছিলাম পথ খুব বেশী
দূরে নয়,
ভোঁ দৌঁড়ে পেরিয়ে যাবো
লাগবে না তো সময়।
এ পথ পাড়ি দিতে লাগে কি
কোন বিদ্যে?
অজানায় কেটে গেছে
তাল, লয়, ছন্দ,
থেমে গেছে জীবন আজ
পাতায় ভরা গদ্যে।
গদ্য বুঝি না, বুঝি না পদ্য
বুঝি কেবল যা পেতে হবে
যোগ বিয়োগের থোড়াই কেয়ার,
হয় যেন তা সদ্য।
ভুলের জালে নিজের কাছেই
নিজের জীবন লাগে বড় দুর্বোধ্য।