ঢাকুর ঢুকুর ঢেকির পারে পিষ্ট হয়ে
ধান ছেড়ে বেরিয়ে আসে লক্ষীমন্ত চাল,
আঁতকে উঠি ভাবি যখন,
অমন পিষণে হতে পারে আমার কি হাল?
আগুনে ঝলসে সোনা হয়ে ওঠে নয়ন ভুলানো গয়না,
অমন আগুনের তাপ! এ প্রাণে যে আমার তা সয় না।
তবে কি আমি হতে পারবো না লক্ষীমন্ত চাল,
কিংবা নয়ন ভুলানো কোন গয়না?
পিষণ কিংবা ঝলসানোকে পাশ কাটিয়ে
পেতে চাই সব, তা না কি কখনো হয় না।