আজকাল আমার অনেক কিছুই বলতে ইচ্ছে করে,
গলা টিপে কে যেন বলে চুপ কর চুপ কর ওরে।
গরম ভাতে বেড়াল ব্যাজার, জানে না সে কথা কে রে?
প্রাণের মায়া নেই কি তোর, ফিরতে হবে না ঘরে?
নীরবতায় বলো নিখোঁজ সত্য আসবে কি আর ফিরে?
উদোম নৃত্যে মিথ্যে দ্যাখো আজ ওই ঝংকারে,
শুনবো না আজ কারো কথা, দেখি কে কি করে।
স্তব্ধ করে দিতে চায় জালেম মিথ্যে তার হুঙ্কারে,
ধরেছি ভয়ের গলা টিপে, দিয়েছি চাপা কবরে,
থমকে গেলি বীর বাহাদুর! এতটুকু চিৎকারে!!