পাল পাড়ার ঘাট পেরিয়ে
যাবো বৈদ্য পাড়ায়,
ইয়া বড় তাবিজ নিয়ে
বাঁধবো আমি গলায়।
ঘুমের ঘোরে স্বপ্ন মাঝে
আসিস কেন কাছে,
বুকের ব্যথায় কেঁদে মরি
সকাল, দুপুর সাঁঝে।
সুখের ঘরে খিল লাগিয়ে
আছিস বড় সুখে,
পথের দিকে চেয়ে শুধু
কাঁদবো আমি দুঃখে?
আয় না বাবু দেখবো তোকে
বলবো না আর ডেকে।
তাবিজ কবজ, পানি পড়া
সব ভুলিয়ে দেবে,
মরবো না আর কোনদিনও
তোকে কেবল ভেবে।