তোমার জমি আমার জমি
আমার জমি আমার,
তামাম দুনিয়ায় ভালবাসাবাসি
বাকী নেই কেউ আর।
দশ টাকার গোলাপ আজ
বিকোবে পঞ্চাশে,
পাঁচ টাকার রজনীগন্ধা
ঠেকলো গিয়ে দশে!
একটা গোলাপ কিনবো বলে
পায়ে হাটি পথ ধরে,
পকেট আমার গড়ের মাঠ
একেবারে ঝরঝরে।
তবু কিনবো গোলাপ আমি
নিদেনে একটা স্টিক,
শাহবাগের মোড়ে পৌঁছে দেখি
নাই কিছু আর ঠিক।
ভালবাসার রং লাল না কি নীল
জানা হয়নি আজো,
রমনা পার্কে জোড়ায় জোড়ায়
ভালবাসা সবাই খোঁজো।
টিএসসি আর রোকেয়া হলের
সামনে শত ভীড়,
আমি অভাগা কোথায় বাঁধবো
ভালবাসার নীড়।
সন্তর্পণে হেটে চলে যাই
চারুকলার বকুল তলায়,
সেখানেও দেখি ছটাকের প্রেম
আমি যাবো এখন কোথায়?