আড়ি নিয়েছি গো আড়ি,
যতই বল বন্ধু তুমি
যাবো না তোমার বাড়ি।
ছাপার শাড়ীতে গাঁদার মালা
পানের রসে মুখ লা্‌ল,
ছমক ছামক নাচনে তোমার
কেটে যাবে সব তাল।
সাগরের জলে অংগ ভিজিয়ে
গাইবো যখন গান,
বন্ধু তোমার মনের ঘরে
করবে আনচান।
আড় নয়নে চাইবো যখন
হাসবো বাঁকা ঠোটে,
রাতের ঘুমের তারা তোমার
কোথায় যাবে ছুটে!
ফুল বাগানে ছুটবো আমি
বাঁজিয়ে পায়ের মল,
কোমর দুলুনি নাচের সাথে
দেখবে শত ছল।
হাতে বাঁজে কাঁচের চুড়ি
চুলে রঙ্গিন ফিতে,
নানা ছুতোয়া চাইবে শুধু
একটু কাছে পেতে।