হাজার কথা হাজার ব্যাথা ঘুমিয়ে আমার বুকে
চাইছে না তো জানতে কেউ একটুখানি ডেকে।
এসেছিলে দেবের বেশে হাওয়ায় করে ভর
ভেবেছিলাম অনেক আপন, নয়কো তুমি পর,
খাতার পাতা খুলে দিলাম আঁকবে বলে ছবি
ছবি তো নেই এ যে দেখি আপনভোলা কবি!
মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি তোমার মুখের পানে
হৃদয় মাঝে তুফান ওঠে সুর ভরা ঐ গানে।
আচ্ছা বল আচ্ছা কবি কোথায় তোমার বাড়ি,
পাখির ডাকে ঘুম ভেঙ্গেছে, নিচ্ছো কেন আড়ি?
সপ্ত ডিংগায় চড়ে তুমি আঁকবে না কি ছবি?
শোন বলি কবি তোমায়, নও তো তুমি রবি?
আঁকছো ছবি লিখছো তুমি খাতা ভরে সব-ই
তোমার মাঝেই দেখছি আমি বিশ্ব কবির ছবি।