খুব বেশী নয়, অল্প দেরী
চঞ্চলা পায়ে ঘুরি ফিরি,
আসবে অর্ঘ্য আসবে জানি
মন মানে না, অভিমানী
গাল ফুলিয়ে হলো যে ঢোল,
বকছি কেবল আবোল তাবোল,
হঠাৎ আলোর কণা ফোটে
অভিমানের আঁধার কাটে,
তিড়িং করে লাফিয়ে উঠি
চ্যাঁচায় কেন পাড়ার জেঠি?
ডাকপিওনের ঝোলার ভেতর
অর্ঘ্যখানি ঘুমে কাতর,
চোখ মেলে যেই বেরিয়ে আসে
খুশীর বাঁধন আলগা হয়ে
মাতাল হাওয়ায় যায় যে ভেসে।


২৩/০২/২০১৭