ভাব সাগরে কাটতে সাঁতার
ঝাপ দিলাম যেই ঝপ করে,
ভাবের সাগর শুকিয়ে গেল
অমনি কেন রোদ পড়ে?
ভর আষাঢ়ে বাদল দিনে
মনের ভেতর মন খেলে,
তোমার সাথে খেলবো আমি
আচ্ছা বল কোন তালে?
শিশির পায়ে ঘাস মাড়িয়ে
ধরবো তোমার একটা হাত,
অন্যটা তো চাই নে আমি
সেটা না কি ভিন্ন জাত?
জাতের সাথে জাত না গেলে
ভাব হবে আর কোন ছলে?
ভাবের হাটের লেনা দেনা
করতে হবে জাত মেনে,
গঙ্গা জলেও টিকবে না জাত
ঠাকুর যদি যায় জেনে।