"কাজ নাই তো খৈ ভাজ"
বলতো লোকে আগে,
আজকের বেকার
পায় না তো কাজ
খৈ-এ যে ধান লাগে।
বলতো লোকে আগের দিনে
টাকা ছাড়া হয় ভাল,
এখন কথা একটাই শুধু
টাকায় পাবে সব আলো।
আগের দিনে সবার নাকি
চোখে ছিল অনেক লাজ,
আজকে দেখি চোখে মুখে
সবাই শুধু ভেল্কিবাজ!!
আগের দিনে থাকতো শিশু
বাবা মায়ের কোলে,
আজকে বাবা বেশ্যা পাড়ায়
ঘুমায় শিশু ফেলে।
আগের দিনে পরের দিনে
কয় যে কত কথা!
কয় না কিছুই, কারো বুকের
চেপে থাকা ব্যথা।