মালিকের অমতে
জুটবে না কিছু,
জেনে বুঝেই, ইবলিস
ছাড়ছে না পিছু,
অন্তরের মাঝে সে
গেড়ে বসে ঘাটি,
অসাবধানতায় করে
দেয় সব কিছু মাটি।
আদমের কারণেই
হারিয়েছে রাজ্য,
মালিকের কাছেও
সে আজ পরিত্যাজ্য।
বহুরুপী রুপ ধরে
আদমের সাথে
দিন রাত খেলে যায়
তার মতো করে।
খেলা শেষে আদমের
করে সব শেষ
উল্লাসে ফেটে পড়ে
বলে বেশ বেশ!
সব জেনে সব বুঝেও
পারি না তো ছাড়াতে
মালিক তুমি মদদ করো
ইবলিসকে তাড়াতে।