সস্তায় পেয়েছি,
বস্তায় ভরেছি,
খাবি কি না বল তুই?
চোখ কেন কপালে?
হারাবি কি শেষে খেই?
অত শত ভাবি না,
পাবো কি না জানি না।
পেতে আমি মরিয়া,
লাত্থিতেও গাঁট ছেড়ে
কাঁদে না তো এ হিয়া।
কাঁদবার লাগি তুই
পাবি আরো ঢের সময়,
কোচা ভরে নিতে সব
যদি মান যেতে চায়
যাক চলে যাক না,
মান ধুয়ে পানি খাবো
এমনটা ভাবি না।
নিন্দুকের নিন্দা আর
গাল মন্দ
গলাগলি সই পাতে,
নেই কোন দ্বন্দ ,
জানি শুধু একটাই
বস্তাটা চাইই চাই,
ফলাফলে চেয়ে দেখি
বসে আছি রাস্তায়।