একটা পাখি একলা ডালে
ডাক দিয়ে যায় দিনে রাতে,
জানে না তো জানে না সে
আসবে কি কেউ এক প্রভাতে?
ফুল পাখি আর ঘাস ফড়িং এ
মেতে থাকে সেই পাখিটা
কেউ জানে না কোন সে ডাকে
পাখির মনে বিঁধবে কাঁটা।
গানের সুরে সেই পাখিটা
ডানা মেলে যায় হারিয়ে,
কেউ দেখে না পাখির চোখে
জলের ধারা যায় গড়িয়ে।
হঠাৎ যদি তোমরা জানো
সেই পাখিটা গেছে মরে,
গোপন চোখের জল ঝরাতে
জাগবে কি কেউ রাত দুপুরে?