ও পাপিয়া মিষ্টি গানে কোন ডালে আজ ফোটাবে রঙ্গিন ফুল?
তোমার সুরে হাসতো বাতাস নয়কো মোটেও ভুল।
সুরের জাদু মন ভোলাবে, মনের ঘরে রঙ ভরাবে,
লক্ষ মনের কল্পনা;
সুর হারিয়ে পিঞ্জরে আজ বন্দী কেন সেই পাখি?
শত মনে জানতে কারণ চলছে দ্যাখো জল্পনা।
গানের পাখি মিষ্টি সুরের, নাম যে তোমার পাপিয়া
কন্ঠ সুধায় মন উড়ে যায় মেঘ তারাদের দেশে
কানে কানে বলবে তোমায়, এসো আমার পাশে।
কোকিল তুমি নও গো পাখি, নও গো ময়না, টিয়া
মিষ্টি গানে ঘুম পাড়াবে, ভরবে আমার হিয়া।
শিমুল ফুলের রাঙ্গা ডালে বসবে তুমি হেসে
আমরা সবাই প্রাণ জুড়াবো তোমায় ভালবেসে।
ও পাপিয়া, ও পাপিয়া আর করো না মান
গলা ছেড়ে মিষ্টি করে ধরো একটা গান।
গানের সুরের মাঝে কেন এত ব্যথার সুর
পাপিয়া তুমি হারিয়ে গেলে কোন সে দেশে দূর?
বলছি তোমায় মিষ্টি পাখি একটু ফিরে চাও
গাছের তলায় ভীড় করেছে শুনতে তোমার গান,
পাপিয়া তুমি সব ভুলে আজ মিষ্টি গলায় গাও।