দিবসের চক্করে ফের আজ পড়েছে,
রং মেখে সং সেজে পথে পথে
ললনারা, ব্যানারের আড়ালে
ঘোরাঘুরি করছে।
দিবসের ব্যানারে আহা কত ছলনা!
নারী নামের মানুষগুলো
কিছুই কি বোঝে না!
আজ যদি চাও তুমি মাথা তুলে দাঁড়াতে
শত ফিকিরের দোহাই দিয়ে
চাইবে তোমায় দমাতে।
তারপরো বোকা সাজে নারী না কি ললনা,
মানুষের পরিচয় কেন তুমি পাবে না?
ওরে নারী ভাব তুই, কি তোর পরিচয়,
মালা খালা শাড়ী আর গয়নার ঝলকান
ঢেকে দেবে সব তোর, তাই আজ বড় ভয়।
লাথি মেরে ভেঙে দে দিবসের বৃত্ত,
এক নয়, সব চাই, বোকা বোকা ঠগ নাই,
মিছিলের কাতারে সমবেত নারীরা
মানুষের পরিচয়, এই শুধু সত্য।
জোর গলায় ওঠ গেয়ে-
হবো না তো নারী নামের আর কোন ভৃত্য।