গন্ধ ছাড়া ছন্দ দিয়ে
চলবে না আর বেশীদিন,
ভণ্ড বাবা মণ্ডপে যায়
আলগা রঙ এ হয় রঙ্গিন।
কোকিল সেজে কাকের ঘরে
ছিল আমার নিত্য বাস,
ধারের বিদ্যে বইতে গিয়ে
আটকে যাচ্ছে বুকের শ্বাস।
লিখবো না আর শব্দ কণা
মিথ্যে মেধার ছল করে,
মেলবো না আর মেকী ডানা
অচেনা এক বন্দরে।