কেঁদেছি অনেক, করেছি আর্তনাদ
শোনেনি তবু কেউ,
জানতে চায়নি পাঁজরের আড়ালে
বয়ে গেছে কোন ঢেউ।
গড্ডালিকা প্রবাহে দেইনি ভাসাতে
আমার এ আপন দেহ ,
হাতে গড়া ভাগ্য দুর্বৃত্তরা
এক নিমিষে করে দেয় চুরমার,
প্রতিরোধে আসেনি কেহ।
ক্ষণিকের ক্ষমতায় হয়ে গেছে অন্ধ,
কাকে খাবো, কাকে নেবো
উৎসবে মেতেছে সব করে মন্দ।