কোন এক কাক ডাকা ভোরে
বাতাসে যদি হয়ে যায় চাউর
ছুটির দরখাস্তটা কর্তৃপক্ষ কর্তৃক
হয়ে গেছে মঞ্জুর,
বিদায় নেয়ার পাইনি অবকাশ
দ্রুততায় উঠতে হয়েছে বাহনে,
তোমরা যেন করো না অভিমান।
অনেক ঋণে করেছো ঋণী আমায়
পারিনি তার শোধ দিতে,
ক্ষমা করে দিও, ভুল ত্রুটিগুলো
আর রেখো না মনে
যা তোমরা করেছিলে দান।
যদি না পাই ক্ষমা নামের দয়া,
ঋণের বোঝায় ঠেকে যাবো
পাবো না তো বিধাতার
রহমতের এতটুকু ছায়া।