মাঝি তুমি হাল ছেড়ো না
লাগছে বড় ভয়,
তোমার সাথে সাগর পাড়ি
দিতে ইচ্ছে হয়।
মাঝি তুমি থাকো কোথায়
কোথায় তোমার ঘর?
আমিই শুধু আপন জেনো
বাদ বাকী সব পর।
তীরহারা এক সাগর পাড়ে
পেলাম তোমার দেখা,
ছিলাম আমি ঝড়ের পাখি
ভাঙ্গা দুটো পাখা।
মাঝি তুমি ধরেছিলে
খোলা গলায় গান,
জানোনিতো অন্তরে মোর
বইছিল ঝড় তুফান।
মাতাল হাওয়ায় মাঝি তুমি
ওঠাও তোমার পাল
তোমার সাথেই গাইবো আমি
সকাল, দুপুর, বিকাল।