তোমার চলা আমার চলা
একটা পথে নয়,
কত জনা কত রঙ এর
নানান কথা কয়।


তুমি চল গা বাঁচিয়ে
হিসাব নিকাষ কষে,
ধার ধারি না লাভের লসের
পড়ুক আকাশ খসে।


কী হারাবো কীই বা পাবো
যায় না ওতে কিছু,
গা বাঁচিয়ে তুমি চল
মাথা করে নীচু।


আপোষ করা ভোগে বসা
আমার কর্ম নয়,
এ পথ ধরে চলতে তোমার
পাহাড় সমান ভয়।


ভাবে দেখাও উদার ভারী
সাম্য তোমার নীতি,
আসলে তো ওগুলোতে
তোমার ভীষণ ভীতি।