যুদ্ধ যুদ্ধ ডামাডোলে
গাজী শহীদ সবাই খেলে,
প্রশ্ন জাগে আমার মনে
কে কে ছিল সেই সে ক্ষণে?
টর্চার সেলের অন্ধকারে
হায়েনারা নৃত্য করে,
খাবলে ধরে মানচিত্রটা
বাঙলার বুকে ফোটায় কাটা;
একটা দেহ নিথর হলো
পিশাচগুলো তৃপ্তি পেলো,
ভাবলো বুঝি এই হলো শেষ
উদোম নাচে এই লাগে বেশ।
এমন যখন ভাবছে তারা
ঝটকা দিয়ে দাঁড়ায় কারা?
প্রিয়ভাষিণী প্রিয়ভাষিণী
আবার শোনাও যুদ্ধের বাণী।
তোমার স্বপ্ন চোখে আঁকা
লাল সবুজে দেহ ঢাকা,
মানবো না আর হার আমরা
যাক গোল্লায় ডান বামরা।