কুকুরের পেটে ঘি সয় না
অল্প বিস্তর জানি,
যোগ্য ছেড়ে অযোগ্যরে-ই
সবাই মিলে মানি।
উচিৎ কথায় জামাই ব্যাজার
গরম ভাতে বেড়াল,
জেনে বুঝেও সত্যটাকে
রাখি করে আড়াল।
যেমন কুকুর তেমন মুগুর
বলতো সবাই আগে,
কুত্তা প্রেমে মগ্ন সবাই
গভীর অনুরাগে।
গরীবের বউ সবার ভাবী
শুনতে লাগে ভালো,
মোল্লা হুজুর সবাই মিলে
ফতোয়া দেই চলো।
সোনার কাঁকন বাঁকাও ভালো
তার আবার কি দোষ?
মেয়ে তোকে দেখলে ক্ষ্যাপে
বনের কালো মোষ?
চোরের সাতে গেরস্থ এক
আছে কি আজ মনে?
দিনের আলোয় পথ দেখে নাও
মরার আগে প্রাণে।