কাল রাতে আকাশের গায়ে
তারাগুলো খুব কেঁদেছে,
হাড়ি মুখ করে পূর্ণিমার চাঁদ
তোমাকেই শুধু খুঁজেছে।
সূর্যটা নিয়েছে বিছানায় শয্যা
মেঘেরা বসেছে বৈঠকে,
তোমাকে দেখতে না পারার ব্যথায়
মূহ্যমান সবাই শোকে।
শুকতারাটা খেতে চায় না
বলে সে না কি মরবে,
তোমার কণ্ঠে গান না শুনলে
কিভাবে মন তার ভরবে?
আকাশ বেচারা পড়েছে ফ্যাসাদে
এত শোক তার সয় না,
অভিমান ভুলে কাছে এসো প্রিয়
আর কিছু তারা চায় না।


০৫/১২/২০১৭