বন্ধ দরজার এ পারে কেউ
অনেকটা ক্ষণ দাঁড়িয়ে,
অপেক্ষাতে আসবে রাজা
দেবে তার হাত বাড়িয়ে।
অপেক্ষার প্রহর ফুরোতে
চায় না, পথ চেয়ে তবু থাকি;
জানি না কখন ভাগ্য দেবতা
করবে ডাকাডাকি।
বন্ধ দরজার এক ফাঁক দিয়ে
রাজাকে একটু দেখা যায়,
অভিমানী রাজা একলা ঘরে
ঘুরছে সারা ঘরময়।
চোখের ভেতরে সাগরের জল
উসখুস উসখুস করছে,
রাজা কি দেখবে কেউ সেখানে
তার শোকেই ডুবে মরছে?