প্রথমে দর্শনে মেটে
নয়নের তৃষা,
ভরে না তবু মন প্রাণ
মেটে না তো আশা।
তারপরে করা হয়
গুণেরও বিচার,
গুণ ছাড়া রূপ যেন
বেখাপ্পা এক আচার।
গুণ ছাড়া বেগুনে
নেই কারো অরুচি,
গুণ ছাড়া রূপ নিয়ে
যায় কি হওয়া শুচি?
রূপ সে তো ক্ষণিকের
ঝলকে ওঠা রোদ,
গুণ দিয়ে জেগে ওঠে
বিবেকের বোধ।
রূপ দিয়ে নয় আজ
ভোলাবো গুণে,
চিরস্থায়ী করে রেখো
তোমার ঐ মনে।