ছোট্ট হাতে অটোর হ্যান্ডেল
প্যাডেলে দ্রুত পা,
সাত তাড়াতাড়ি, নইলে বিপদ
গতিতে এগিয়ে যা।
ছোট্ট শরীর ঘামে জবজবে
মনটা তবু শক্ত,
বইগুলো যে চেয়ে আছে তার
পড়া লেখার সে ভক্ত।
আজ সকালেও বেরিয়েছিল
অটোটাকে সাথে নিয়ে,
কে জানতো ভাগ্যদেবী
হাসছে চেয়ে চেয়ে!
দেবতা নয়, মানুষরূপেই
টেনে নিল তারে কাছে,
পরম মমতায় আগলে বলে
ভয় পেও না মিছে।
ছোট্ট পায়ে টানবে না আর
অটোয় প্যাডেল মেরে,
বই খাতা আর কলম হাতে
ইস্কুলে যাও ফিরে।
মানুষরূপী দেবতার পায়ে
পূজোর ডালি নয়,
আশীর্বাদ দাও সবাই যেন
তোমার মতোই হয়।