সজনে ফুলের সাদা থানে
শিউলি মোছে সিঁদুর,
গন্ধরাজের শোক কাটে না
বেদনায় সে বিধূঁর।
গোলাপ হাসে মিষ্টি করে
হৃদয় ওঠে কেঁপে,
হাস্নাহেনা সবার সাথে
বলছে কথা মেপে।
বাসরঘরে সোহাগ মেখে
রঙ্গন বোজে চোখ,
গাল দুটো তার রাঙিয়ে বলে
যা কিছু হয় হোক।
কৃষ্ণচূড়ার আগুন দিয়ে
সাজে ফাগুন মেলা,
রাধা ছাড়া জমবে কি আর
কৃষ্ণের লীলা খেলা?